
বিশেষ ট্রেনে পঞ্চ জ্যোতির্লিঙ্গ ভ্রমণ করবে ভারতীয় রেল।
নিজস্ব সংবাদদাতা মালদা : ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় রেলওয়ে। “ভারত গৌরব” ট্রেন প্রকল্পের অধীনে দেশের পাঁচটি জ্যোতির্লিঙ্গ ভ্রমণের শুভযাত্রা শুরু হবে আগামী কুড়ি মে কলকাতা স্টেশন থেকে। এই ভ্রমণ যাত্রায় ৫ টি জ্যোতির্লিঙ্গের দর্শন করানো হবে। তার মধ্যে থাকবে অংকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর সহ স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাই বাবা মন্দির…