নিজস্ব সংবাদদাতা: একেবারে ফিল্মি কায়দায় মালদার মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে আগ্নেয়াস্ত্র , অ্যাসিড ও পেট্রোল বোমা নিয়ে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় স্কুল চত্বর এলাকায়।
বুধবার স্কুল চলাকালীন স্কুলের সপ্তম শ্রেণীতে আগ্নেয়াস্ত্র হাতে হঠাৎই ঢুকে পড়ে ওই বন্দুকবাজ। ক্লাসের টেবিলে দুটি অ্যাসিডের বোতল রেখে উপস্থিত থাকা ছাত্র-ছাত্রীদের ভয় দেখায়। পিস্তল বার করে চিৎকার করে বলতে থেকে তার ছেলে নিখোঁজ ও তার পরিবারের উপর অন্যায়ের কথা ।এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে স্কুলে। খবর দেওয়া হয় মালদা থানায়। খবর পেয়ে স্কুলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। চলে আসেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবও। জীবনের ঝুকি নিয়ে আজাহার উদ্দিন খান ঝাঁপিয়ে পরে আততায়ীর উপর ছিনিয়ে নেয় তার হাতের পিস্তল এবং গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিটি কে। পুলিশ সূত্রে জানা গেছে যে ঐ ব্যক্তির নাম ব্যক্তির নাম দেব বল্লভ সে ওই এলাকারই বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী। ঠিক কি কারণে এই রকম ঘটনা ঘটিয়েছে দেব বল্লভ তাকে সেটা জানতে তাকে পুলিশ রিমান্ডে নেবে পুলিশ।