মোদী জির জনসভা কে ঘিরে মালদার আম বাগানে বসলো মেলা
সিদ্ধার্থ চৌধুরী, নিত্তানন্দপুর: “আমিই মোদির পরিবার” এই কথাটি লিখে পোস্টার ঝুলিয়ে মোদিকে দেখতে ও মোদির কথা শুনতে আশা মানুষেদের শসা, জল বিক্রি করলো এক যুবক।মালদার নিত্যানন্দপুরের মোদিজীর সভার স্থলে ঠিক উল্টোদিকে আমবাগান জুড়ে বসলো এক বিরাট মেলা। কেউ পাপড় ভাজা, কেউ লুচি তরকারি, আবার কেউ মুড়ি ঘুগনি, আখের রস আইসক্রিম সহ, হরেক রকম খাবারের দোকানে…