মালদার মানুষের ভালোবাসাকে মাথা নত করে সম্মান জানালেন মোদি জি।
সিদ্ধার্থ চৌধুরী, মালদা : তখন বেলা পৌনে এগারোটা। চল্লিশ এর ওপর তাপমাত্রা মালদায়। তারই মধ্যে বাধন ভাঙ্গা উচ্ছ্বাস সমর্থকদের। হেলিকপ্টারের শব্দে ও মানুষের উল্লাস এর মধ্যে মালদার নিত্তানন্দপুর এলাকার বাইপাসের ধারে হেলিপ্যাডে পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে জনসভা করতে মালদায় আসেন তিনি। হ্যালি প্যাড থেকে জনসভার স্থল…