ফ্রি চেকআপ ক্যাম্পে বিপুল সাড়া পেল মার্চেন্ট চেম্বার।

নিজস্ব সংবাদদাতা : মালদার ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের চিকিৎসার জন্য একটি দৃঢ় পদক্ষেপ নিল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। দুর্গাপুরের মিশন হাসপাতালের সঙ্গে উন্নত মনের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য একটি মৌ স্বাক্ষর হল এই দিন মালদার বাণিজ্য ভবনে। মিশন হাসপাতালের বিভিন্ন বিভাগের দশ জন চিকিৎসকদের নিয়ে দুদিন ধরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি ক্যাম্পের ব্যবস্থা করে মার্চেন্ট চেম্বার। এই ফ্রি চেক আপ ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ স্বাস্থ্য পরিসেবা নেয়।

মার্চেন্ট চেম্বারের হলে একটি অনুষ্ঠানে, এই মৌ সাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিশন হাসপাতালের কর্ণধার ডঃ সত্যজিৎ বোস। ইংলিশ বাজার পৌর সভার চেয়ারম্যান কৃষ্ণন্দু চৌধুরী, ডাক্তার ডি, সরকার জেলাশাসক নীতিন সিংহানিয়া, এবং মার্চেন্ট এর সেক্রেটারী ও প্রেসিডেন্ট। ডক্টর সত্যজিৎ বোস মার্চেন্টের সভা থেকে ঘোষণা করেন, যে সমস্ত রোগীরা মালদা থেকে মার্চেন্টের চিঠি নিয়ে দুর্গাপুর মিশনে চিকিৎসার জন্য যাবেন তাদের জন্য দশটি বেড এর ব্যাবস্থা থাকবে। শুধু তাই নয় চিকিৎসার জন্য টেন পার্সেন্ট ছাড় পাবেন রোগীরা এবং বিভিন্ন প্যাকেজ গুলির জন্যও একটি বিশেষ ছাড় করা হবে বলে তিনি ঘোষণা করেন।এই ঘোষণায় যথেষ্ট উৎসাহিত হয় ব্যবসায়ী মহল।