প্রচার বেরিয়ে পান্তা ভাত খেয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে জোরালো আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি।

সিদ্ধার্থ চৌধুরী মালদা : তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে পান্তা ভাত, আলু সেদ্ধ ও মাছ ভাজা দিয়ে দুপুরের মধান্ন ভোজ করে, পথে প্রচারে বামন গোলার বিভিন্ন গ্রাম চষে বেড়ালেন উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়। বেলা বারোটা নাগাদ পাকুয়াহাটের হরিচাঁদ গুরুচাঁদ কমিউনিটি হলে এনটিটিইউসির পক্ষ থেকে একটি ছোট জনসভা করে, তিনি বেরিয়ে পড়েন বামন গোলা থানার সীমান্তবর্তী গ্রাম ডোবাডাঙ্গা, আদাডাঙ্গা, সোনঘাট, পার্বতী ডাঙ্গা জগদলা সহ বিভিন্ন গ্রামে। এই সমস্ত এলাকার বিভিন্ন জায়গায় ছোট ছোট পথসভা করেন তিনি। বিভিন্ন জায়গায় প্রার্থীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় মহিলারা। বিজেপির সাংসদ খগেনবুকে তিনি সরাসরি আক্রমণ করে করে বলেন, পাঁচ বছরে তিনি ২৫ কোটি টাকা পেয়েছেন। কিন্তু কোথায় খরচ করেছেন আপনারা প্রশ্ন করুন। উনি একজন অযোগ্য, অপদার্থ সংসদ। আমি জানি আপনারা সীমান্ত এলাকায় বসবাস করেন অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয় আমি কথা দিচ্ছি যে পার্লামেন্টে গিয়ে আপনাদের এলাকার সমস্যার কথা তুলে ধরব। এতদিন তিনি আপনাদের সমস্যা নিয়ে কোনো কথাই বলেননি। তিনি উন্নয়ন করবেন কি করে। পার্লামেন্টে কথা বলতে গেলে তার দলই তাকে কথা বলতে দেয় না। কোথায় কথা বলবেন দিল্লির দপ্তর গুলোই তো তিনি ভালোমতো চেনেন না। কিছু বলতে গেলে জানতে হয়, একটু বই পড়তে হয় আমরা উনাকে কিছু বই উপহার দেব। উনিতো শুধু নিজের উন্নয়নই করেছেন। করোনার সময় ও বন্যার সময় উনি কোথায় ছিলেন আপনারা প্রশ্ন করুন। উনি যে দুর্নীতি করেছেন, দুর্নীতির তদন্ত হবে এটাও আমি বলে দিয়ে যাচ্ছি। একসময় সিপিএম করতেন তারপর নিজের স্বার্থে দল বদলে বিজেপি হয়েছেন। উনাকে বলছি, আমি মালদার ভূগোল, ইতিহাস এর সাথে আপনাকেও জানি। কিন্তু উনি নিজের বুথেও জিততে পারেন না। এমন লোককে দিল্লি পাঠিয়ে কি লাভ।

চার তারিখ আমার কাছে হারবে তারপর আবার কোন দল পাল্টাবে সেটা দেখবো। কিন্তু বলতে পারি ছাব্বিশে উনি আর টিকিট পাবে না। তিনি মানুষের কাছে আবেদন জানান যে, পঞ্চায়েত, জেলা পরিষদ তৃণমূলের রয়েছে, কিন্তু সংসদ বিজেপির সেই জন্য উন্নয়নের কাজ ঠিকমতো হচ্ছে না। আপনারা আশীর্বাদ করলে আমরা উন্নয়নের ধারা বজায় রাখবো। মতুয়া দের গ্রামে গিয়ে তাদের সঙ্গে বাজনা বাজিয়ে প্রচার করেন। তৃণমূল প্রার্থীর এই দীর্ঘ প্রচার কর্মসূচিতে প্রার্থীর সাথে ছিলেন, বামন গোলার ব্লক সভাপতি অশোক সরকার, জেলা পরিষদ সদস্য পূর্ণিমা দাস বারুই তৃণমূলের নেতা অমল কিস্কু,পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মতুয়া মহাসংঘের বামন গোলা ব্লকের সম্পাদক কাশিশ্বর মৈত্র ,তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমিত্র রায় সহ অন্যান্যরা।