একক সংখ্যাগিষ্ঠতা নিয়ে মালদা জেলা পরিষদ গঠন করল তৃণমূল, হতাশায় সভা ত্যাগ করল বিরোধীরা

নিজস্ব সংবাদদাতা: গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর বুধবার গঠিত হল মালদা জেলা পরিষদের বোর্ড। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করল শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে জেলাপরিষদের ৪৩টি মধ্যে ৩৪ টি পায় শাসক দল তৃণমূল। বুধবার গোপন ব্যালট এর মাধ্যমে ভোট গ্রহণ করে সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন করা হয়। ভোটগ্রহন পর্বটি পরিচালনা করেন এডিএম জেলা পরিষদ জামেল ফাতেমা জেবা সহ অন্য আধিকারিকরা। মুখ বন্ধ খাম খুললে সভাধিপতি হিসেবে লিপিকা বর্মন ঘোষের নাম উঠে আসে ও সহকারি সভাধিপতি হিসেবে প্রাক্তন সভাধিপতি এটিএম রফিকুল ইসলামের নাম উঠে আসে। তৃণমূলের ৩৪ জন সদস্যই এই দুই প্রার্থীকে সমর্থন করেন।শুরুতে ভোট গ্রহণে বিরোধী দল কংগ্রেস ও বি জে পি উপস্থিত থাকলেও পরে ওয়াক আউট করে বেরিয়ে যায় বিজেপি। এরপর নবনির্বাচিত সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও সহকারি সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম কে শুভেচ্ছা জানান রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সি, মন্ত্রী তাজিমুল হোসেন সহ অন্যান্য সদস্যরা। জেলা পরিষদ শাসক দলের দখলে যাওয়ার আনন্দে কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল বেরায় শেষ হয় শহরের প্রাণ কেন্দ্র ফোয়ারা মোড়ে।