তৃণমূল ও কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা মালদার হবিবপুর এর সভায় বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সিদ্ধার্থ চৌধুরী মালদা : উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে বিজয় সংকল্প সভায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসকে খোলাখুলি চ্যানেল জানিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্য ছাড়াও দুটি জায়গায় প্রার্থী দিয়েছে সব মিলিয়ে ৪৫টি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছে তার মধ্যে পাঁচটি আসন জিততে পারবে না ওরা। পাশাপাশি কংগ্রেস সম্পর্কে তিনি বলেন কংগ্রেস ভারত বর্ষ থেকে মুছে গেছে কুড়িটার বেশি আসন কংগ্রেস পাবে না তাই এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা আপনারা সেটা মনে রাখবেন। বুধবার, হবিবপুর ব্লকের কেন্দ্র পুকুর হাই স্কুল ময়দানে এই সভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন, প্রার্থী খগেন মুর্মু , হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু উত্তর মালদা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিনের সভা থেকে শুভেন্দু বাবু উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি সম্পর্কে বলেন, এই প্রাক্তন পুলিশকর্তা শাহজাহানের ঘনিষ্ঠ ছিল আপনারা কান পাতলেই শুনতে পাবেন বালুরঘাট এবং মালদায় তার সম্পর্কে। তিনিও সেই একই দোষে দুষ্ট।তিনি শেখ শাহাজানের সঙ্গে তুলনা করেন এই তৃণমূল প্রার্থীর। তৃণমূল সরকারের সমালোচনা করে বলেন, এই রাজ্যে আয়ুষ্মান ভারতের কার্ড চালু করা হয়নি বেটি পড়াও বেটি বাঁচাও সেটাও চালু করা হয়নি।

এই রাজ্যের মানুষ পাঁচ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আর স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করাতে গেলে চিকিৎসা হয় না। অন্য রাজ্যেও এই কার্ডে কে গ্রহণ করেনা। তিনি আদিবাসী জনজাতিদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের নিচে বসতে দিই না উপরে বসাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের মাথার উপরে আছেন। তার নির্বাচনে তৃণমূল বিরোধিতা করেছিল। আপনার এইগুলো মনে রেখে ভোট দেবেন। তাছাড়াও হবিবপুরের বিডিও ও মালদা জেলার পুলিশ সুপারকে হুঁশিয়ারির সুরে তিনি সাবধান হতে বলেন। এই সভার পর তিনি দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সমর্থনে বৈষ্ণব নগরেও একটি বিজয় সংকল্প সভা করেন।